
পুজোর পরে সোনার দামে বড় চমক। কমল হলুদ ধাতুর দর। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন মধ্যবিত্তরা। এছাড়া গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়। জানুন আজকের লেটেস্ট রেট।
সপ্তাহের শেষ সোনার দাম কত জানুন
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। তবে ভাইফোঁটার থেকে কিছুটা কমেছে সোনার দাম। জানুন আজকের লেটেস্ট রেট।

শনিবার ২২ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৬৭০টাকা (-৩০৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৬৭০০টাকা (-৩০৫০)। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২২৭৫ টাকা (-৩২৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২২৭৫০ টাকা (-৩২৫০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১২২১৫ টাকা (-৩২৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১২২১৫০ টাকা (-৩২৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শুক্রবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫০২৫ (-৭৮০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫০২৫০(-৭৮০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫০১৫টাকা (-৭৮০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫০১৫০টাকা (-৭৮০০)।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।
source – banglahunt.com
