
ভোরে আর রাতে ঠান্ডা আর দিনের বেলায় গরম। বঙ্গের আবহাওয়ায় এই মুহূর্তে ঠান্ডা-গরমের লুকোচুরি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে সরছে, আর সেই স্থান দখল করছে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল বাতাস। যদিও এখনও জাঁকিয়ে বসতে পারে নি। তার কারণ বাতাসে থাকা জলীয় বাষ্প। আপাতত দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই মনোরম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
ইতিমধ্যেই উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া ঢুকতে শুরু করেছে। আবহাওয়ার মেজাজ বদলাচ্ছে। তাপমাত্রা নামছে ধীরে ধীরে। আবহাওয়া দপ্তর বলছে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই।শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

রাজ্যে আপাতত পরিষ্কার আকাশ থাকবে। কখনও কোনও এলাকায় কিছুক্ষণের জন্য আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করতে পারে।
এদিকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে নামতে পারে কখনও কখনও। আর আগামী পাঁচ দিন রাজ্যের আকাশ মূলত পরিষ্কার থাকবে। অর্থাৎ হালকা শীতের আমেজে মনোরম আবহাওয়া বিরাজ করবে।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গের ভোর ও রাতের দিকে শিরশিরানি ফিল হচ্ছে। আপাতত উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ সব জেলাতেই শুষ্ক ও মনোরম আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। উত্তরের জেলাগুলিতে অক্টোবরের শেষ দিক থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
source – banglahunt.com
