
হালকা শীতের আমেজ আসতেই ফের বাধ সাধে বৃষ্টি। অক্টোবর মাসের শেষে এসেও গরমে অস্বস্তি দিনের বেলায়। এরই মধ্যে দোসর হবে বৃষ্টি। চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া। ভাইফোঁটাতেও বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুক্রবার থেকে
আবহাওয়া দপ্তর বলছে বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক, মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। তবে শুক্রবার উপকূলের ও পার্বত্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
শুক্রবার থেকে শুরু করে টানা সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এরপর রবিবার ও সোমবারও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার থেকে। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি মাত্রায় হতে পারে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। এর সরাসরি পরোক্ষ প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এক নজরে উত্তরের আবহাওয়া
শুক্রবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে না উত্তরে। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে। এরপর শনি এবং রবিবারও এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে উত্তরবঙ্গের সবক’টি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও তা স্বল্প সময়ের জন্য। একইসাথে কুয়াশার সম্ভাবনা বাড়বে উত্তরের জেলাগুলিতে।
source – banglahunt.com
