
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের, তেমনি দাম কমলে খুশিতে ভরে ওঠে মন। তবে অনেক সময় মনে প্রশ্ন আসতেই পারে এই সোনার দাম কারা অথবা কে নির্বাচন করেন। আজকের প্রতিবেদনে সেই তথ্য জানানো হল।
প্রতিদিন সোনার দাম কে ঠিক করে জানেন?
সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হল এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।
তবে প্রতিদিন সকাল হলেই খবরের কাগজে অথবা অনলাইনে আপনি বা আমি সোনার দাম দেখতে পাই। কিন্তু জানেন কি, এই দাম কে বা কারা নির্ধারণ করেন।
সোনার দাম লন্ডন বুলিয়ান মার্কেটে তারা নির্ধারিত হয়। এই সংস্থাটি প্রতিদিন দুবার গোল্ড ফিক্সিং এর মাধ্যমে আন্তর্জাতিক সোনার দাম নির্ধারণ করে। এছাড়াও সোনার দাম ডলারে নির্ধারিত হয়।
কারণ যখন ডলারের দাম বাড়ে তখন সোনা সস্তা হয়। পাশাপাশি যখন ডলারের দাম পড়ে তখন সোনা দামি হয়ে ওঠে। এবার আপনি যদি বিনিয়োগকারী বেশি সোনা কেনেন তাহলে দাম বাড়ে ও বিক্রি বাড়লে দাম কমে।
এছাড়াও, RBI বা Federal Reserve এরা যখন সোনা কেনে বা বিক্রি করে তখন বাজারে বড় প্রভাব পড়ে। পাশাপাশি যুদ্ধ, মন্দ অথবা রাজনৈতিক উত্তেজনার সময় ও মানুষ নিরাপদ বিনিয়োগের জন্য সোনা কেনে যার ফলে সেই সময় সোনার দাম বেড়ে যায়।
source – banglahunt.com
